বদলে যাচ্ছে গন্তব্য; ১৫ আগস্ট থেকে নতুন স্টেশনে থামবে দার্জিলিং মেল

ছুটি মানেই পাহাড়ে। আর পাহাড়ে যাওয়া মানেই বেশির ভাগ বাঙালির একমাত্র ভরসা দার্জিলিং মেল। অত্যন্ত জনপ্রিয় এই ট্রেনটির গন্তব্য এবার থেকে পাল্টে যাচ্ছে। রেল মন্ত্রক সূত্রে তেমনটাই খবর। জানা গিয়েছে জলপাইগুড়ি নয় এবার থেকে দার্জিলিং মেলের শেষ স্টেশন হবে হলদিবাড়ি। আবার হলদিবাড়ি থেকেই এটি শিয়ালদহ-এর উদ্দেশ্যে ছাড়বে।

শিয়ালদহ থেকে রাত্রি ১০টা বেজে ৫ মিনিটে ছাড়ে দার্জিলিং মেল। এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছায় ৮ থেকে ৮.২৫ এর মধ্যে। মূলত এখান থেকেই উত্তরবঙ্গ সহ নানা পর্যটন স্থলে যাওয়ার জন্য গাড়ি ধরেন পর্যটকেরা। এরপর এনজিপি হয়ে জলপাইগুড়ি পৌঁছাত ৯.২০ থেকে ৯.২২ এর মধ্যে। কিন্তু ১৫ আগস্টের পর থেকে দার্জিলিং মেলের যাত্রা পথে নতুন একটি স্টেশন জুড়ে দেওয়া হচ্ছে। ১৫ আগস্টের পর থেকে জলপাইগুড়ির বদলে ট্রেনটি গিয়ে থামবে হলদিবাড়ি স্টেশনে। এটিই দার্জিলিং-মেলের নতুন গন্তব্য। সকাল ১০ টা নাগাদ হলদিবাড়ি পৌঁছাবে দার্জিলিং মেল।

আবার সন্ধ্যে ৬’টায় হলদিবাড়ি স্টেশন থেকেই শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেবে দার্জিলিং মেল। যা জলপাইগুড়ি পৌঁছাবে ৬.২২-এ এবং নিউ জলপাইগুড়ি পৌঁছাবে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে। এবং শিয়ালদহ পৌঁছাবে ভোর ৬ টায়।

Comments are closed.