বাংলার ‘সোনার ছেলে’ ঘরে ফিরেছে, খুশির হাওয়া হাওড়া দেউলপুরে

কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জিতে বাড়ি ফিরলেন হাওড়ার অচিন্ত্য শিউলি। আনন্দের জোয়ারে ভাসছে হাওড়া দেউলপুরের বাসিন্দারা। সোমবার রাতে বাড়ি ফেরেন তিনি।

তাঁকে স্বাগত জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। নিজের হাতে মিষ্টি খাইয়ে দেন। রাতেই অচিন্ত্য এলাকায় নেমেই প্রথমে যান কোচ অষ্টম দাসের প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে কোচকে প্রণাম করে বাড়ি ফেরেন। সোনার ছেলেকে বরণ করে নেন মা পূর্ণিমা শিউলি। ছেলে ফিরে আসবে বলে সোমবার সকাল থেকেই মা পূর্ণিমা শিউলি ছেলের সব প্রিয় খাবার তৈরি করে রেখেছিলেন। অচিন্ত্যর প্রিয় কড়াইশুটির কচুরি আর চানামশলা তৈরি ছিল। ছিল দই ও মিষ্টি।

উল্লেখ্য, বার্মিংহাম অলিম্পিকসে ২০ বছর বয়সি বাংলার ছেলে অচিন্ত্য শিউলি পুরুষদের ৭৩ কিলোগ্রাম ভারোত্তলন বিভাগে সোনার পদক জয় করেছেন। সেই খবর পাওয়ার পর থেকে আনন্দে মেতে ওঠে অচিন্ত্যর পরিবার। তাতে শামিল হন দেউলপুর গ্রামের বাসিন্দারাও। অচিন্ত্যর বাবা পেশায় ভ্যানচালক ছিলেন।

Comments are closed.