রাজ্য দিচ্ছে ১০৬ একর জমি; ১৮৫০ কোটি খরচে বাগডোগরায় নয়া টার্মিনাল 

অবশেষে বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে। রাজ্য ১০৬ একর জমি দিতে রাজি হয়েছে। তাতে ১ হাজার ৮৫০ কোটি টাকা ব্যয় করে নতুন টার্মিনাল তৈরি করবে কেন্দ্র। বৃহস্পতিবার এই বিষয়ে বৈঠক করেন বাগডোগরা বিমানবন্দর উপদেষ্টা কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ রাজু বিস্তা। 

জানা গিয়েছে, অত্যন্ত আধুনিক মানের এই টার্মিনাল তৈরিতে এখনও পর্যন্ত ১,৮৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যেই টার্মিনালের নকশা বাছাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। নকশা চূড়ান্ত হলে আগামী ৩ মাসের মধ্যেই টেন্ডার ডাকা হবে। মোট ১ লক্ষ মিটার এলাকা জুড়ে টার্মিনালটি তৈরি হবে। আধুনিজ প্রযুক্তিও রাখা হচ্ছে, যাতে কুয়াশাতেও বিমান ওঠা-নামা করতে পারবে। সেই সঙ্গে টার্মিনালের ভিতরে থাকছে রেস্তরাঁ, শৌচাগার, বাইরে ট্যাক্সি স্ট্যান্ড। 

বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের দাবি দীর্ঘ দিনের। তবে কেন্দ্র রাজ্যের তরজার জেরে জমি জোটের কারণে সে কাজ আটকে ছিল। অবশেষে তার সমাধান সূত্র মিলেছে। বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণ-এর কাজ শেষ হলে, উত্তরবঙ্গের পর্যটন ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। 

Comments are closed.