পুজোয় টালা ব্রিজে চলবে না বাস, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী, ডিভিসির জল ছাড়া নিয়ে ক্ষোভ

পুজোয় টালা ব্রিজে বাস চলবে না। মঙ্গলবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকের পর একথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাইটসের আপত্তি মেনে নিয়ে আমরা টালা ব্রিজে বাস চালাবো না। এজন্য রাস্তার বিকল্প ম্যাপ পুলিশের তরফে দিয়ে দেওয়া হবে।

এদিন টালা ব্রিজের পাশাপাশি রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ডিভিসি জল ছাড়ায় কিছু এলাকায় সমস্যা হয়েছে। হাওড়ার উদয়নারায়ণপুরে কিছু দুর্গত মানুষকে উদ্ধার করা হয়েছে। মুখ্যসচিবের নেতৃত্বে ২৪ ঘণ্টা মনিটরিং সেল তৈরি করা হয়েছে। ২ জন মন্ত্রীকে মালদা পাঠানো হচ্ছে। তাঁর পরামর্শ, ডিভিসি যেন জল ছাড়ার আগে জানায়।

Comments are closed.