চার্জশিট জমা করতে গেলে স্পিকারের অনুমোদনের প্রয়োজন নেই, বিধানসভার স্পিকারকে দ্বিতীয়বার চিঠি দিল ইডি

বিধানসভার স্পিকারকে দ্বিতীয়বার চিঠি দিল ইডি। বুধবার ইডির এক আধিকারিক স্পিকারের দফতরে গিয়ে চিঠি জমা দেন। সুত্রের খবর, নারদ কাণ্ডে আর্থিক তছরুপের মামলায় নিয়ম মেনেই চার্জশিট জমা দেওয়া হয়েছে। চিঠিতে জানিয়েছে ইডি।

আর এই চার্জশিট জমা করতে গেলে স্পিকারের অনুমোদনের প্রয়োজন নেই বলেও জানিয়ে দিয়েছে ইডি। বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি ইডিকে তলব করেছিল। বিধানসভার সদস্যদের বিরুদ্ধে চার্জশিট জমা করতে গেলে স্পিকারের অনুমতি নিতে হয়। কিন্তু সেই অনুমতি নেয়নি সিবিআই ও ইডি। এই মর্মে ইডি ও সিবিআইকে তলব করেছিল স্পিকার বিমান ব্যানার্জি। এই নিয়ে মঙ্গলবার বিধানসভার সচিবের কাছে প্রথম চিঠি দেয় ইডি। বুধবার দ্বিতীয় চিঠি দিল ইডি।

তৃণমূলের একের পর এক হেভিওয়েট নেতাকে সিবিআই কিংবা ইডি জিজ্ঞাসবাদ করছে। সেপ্টেম্বর মাসেই নারদকাণ্ডে ৫ জনের নামে চার্জশিট জমা দেয় ইডি। চার্জশিটে নাম আছে রাজ্যের ২ মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি ও তৃণমূল বিধায়ক মদন মিত্রের। এছাড়াও প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি ও প্রাক্তন পুলিশ কর্তা এসএমএইচ মির্জারও নামও রয়েছে চার্জশিটে।

Comments are closed.