শুধু বাবুল নন, শিবির বদলের লাইনে রয়েছেন আরও অনেকে! তথাগত রায়ের মন্তব্য ঘিরে আশঙ্কায় রাজ্য বিজেপি 

ফের কী ভাঙ্গন রাজ্য বিজেপিতে? তথাগত রায়ের মন্তব্যে এমনই জল্পনা শুরু হয়েছে। বাবুলকে আক্রমণ করতে গিয়ে প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, ওঁর মতো দলে আরও কয়েকজন বিশ্বাসঘাতক রয়েছেন। 

মঙ্গলবার নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সংবর্ধনা সভায় গিয়ে তথাগত রায় বলেন, বাবুল গিয়েছেন, তার আগে মুকুল রায়ও দল ছেড়েছেন। এখনও কয়েকজন বিশ্বাসঘাতক দলে আছেন। আর তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। পর্যবেক্ষকদের একাংশের মতে ওনার কথায় স্পষ্ট যে আরও কয়েকজন বিজেপি নেতা তৃণমূলে আসতে পারেন। তবে কারা সেই ‘বিশ্বাসঘাতক’ তা নিয়ে মুখ খুলতে চাননি প্রাক্তন রাজ্যপাল। 

উল্লেখ্য বাবুলের দলত্যাগের পরেই ফের একবার বেসুরো হয়েছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সম্প্রতি বিজেপির রাজ্যসভাপতি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 

এদিকে তৃণমূলেরও দাবি একাধিক বিজেপি নেতৃত্ব তাঁদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। ভোট মিটাতেই দলে ফিরেছেন মুকুল রায়। সেই সঙ্গে সম্প্রতি বিজেপির টিকিটে জেতা তিন বিধায়কও তৃণমূলে যোগ দিয়েছেন। এই আবহে দলের বর্ষীয়ান নেতা তথাগত রায়ের মন্তব্যে নতুন করে বিজেপি ত্যাগের জল্পনা তুঙ্গে উঠেছে। 

Comments are closed.