নবান্নে আলোচনার প্রস্তাব ফেরালেন আন্দোলনকারীরা, মুখ্যমন্ত্রীকেই আসতে হবে এনআরএসে, বিবৃতি জুনিয়র ডাক্তারদের

নবান্নের প্রস্তাব ফেরালেন জুনিয়র চিকিৎসকেরা। মুখ্যমন্ত্রীর ডাকে নবান্নের বৈঠকে যাচ্ছেন না তাঁরা, জানালেন এনআরএসে আন্দোলনরত চিকিৎসকরা। শনিবার ধর্মঘটী চিকিৎসকেরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকেই আলোচনা করার জন্য এনআরএসে আসতে হবে। তাঁদের দাবি, সোমবার এনআরএসে চিকিৎসকদের ওপর আক্রমণের পরও রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে একের পর এক আক্রমণের ঘটনা ঘটে চলেছে, এতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, নবান্নের বন্ধ দরজার ভেতর জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের নিয়ে যে বৈঠক করার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী, তা তাঁরা গ্রহণ করছেন না। তাই মুখ্যমন্ত্রীকেই এনআরএসে এসে তাঁদের সঙ্গে আলোচনা করতে হবে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আবেদন, সাধারন মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তাঁরা উদ্যোগী, এ ব্যাপারে সরকার যেন দ্রুত পদক্ষেপ নেয়।
অন্যদিকে, বৃহস্পতিবার এসএসকেএমে গিয়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে অনেক বহিরাগত আছেন বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেন রাজ্যের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। আর শনিবার আন্দোলনের রফাসূত্র বার করতে এনআরএসে গিয়ে আইএমএ-র সর্বভারতীয় সভাপতি শান্তনু সেনের অভিযোগ, কয়েকজন বহিরাগত আন্দোলনকারীদের ভুল পথে চালিত করার চেষ্টা করছে। আইএমএ-র সভাপতির এই মন্তব্যের পর ফের পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। শান্তনু সেনের মন্তব্যের তীব্র বিরোধিতা করে ফের শুরু হয়ে যায় স্লোগান-বিক্ষোভ।

Comments are closed.