ফ্যাশন নিয়ে বরাবরই সাহসী টলি অভিনেত্রী বনাম এমপি নুসরাত জাহান। ছবির পাশাপাশি তিনি এখন রাজনীতিতেও পাল্লা দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। তার কাজ এবং ফিটনেস দুটোকেই তিনি শুরু থেকেই ব্যলেন্স করে এসেছেন। সোশ্যাল মিডিয়াতেও তিনি এখন বহুল চর্চিত। কিন্তু সম্প্রতি নুসরাতের স্লিম ট্রিম শরীরের কারণে তাকে একাধিকবার সমালোচনার মুখে পরতে হয়েছে। অনেকের মতে তার এই টোনড ফিগার দেখে তাকে কাকতাড়ুয়া মনে হচ্ছে। ইন্সটাগ্রামে মাঝে মাঝেই নুসরাত বোল্ড অবতারে ধরা দেন। কখনো শাড়ি, কখনো ওয়েস্টার্ন আউটফিটে মজে নুসরাতের অসংখ্য অনুরাগীর মন। কিন্তু বেশ কিছু দিন ধরে তার ছবি নিয়ে বডি শেমিং এর শিকার হতে হলেও তিনি সেই নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেন নি।
View this post on Instagram
সম্প্রতি নুসরাতের বঙ্গ লুক প্রকাশ্যে আসতেই সপাটে চড় পড়েছে নিন্দুকদের মুখে। কিছু দিন আগেই ইন্সটাগ্রামে নুসরাত একটি বাঙালি সাজের ছবি আপলোড করেন। যেখানে দেখা গিয়েছে নুসরাত ম্যাজেন্টা রঙের বেনারসি শাড়ি ও সবুজ স্লিভলেস ব্লাউজের সাথে পড়েছেন ভারী গয়না। এমনকি তার এই ছবি প্রকাশ্যে আসতেই তা মুহূর্তে ভাইরাল হয়। নিন্দুকদের মুখে ঝামা ঘষে নুসরাত বুঝিয়ে দিয়েছে তিনি প্রতিবাদ করতে ভোলেননি। তবে চাইলে প্রতিবাদের ভাষাও নিরব হতেই পারে।