প্রকাশ্য রাস্তায় মহিলার শাড়ি ধরে টান! যোগীরাজ্যের ‘ভয়াবহ’ ভিডিও তুলে ধরে আক্রমণে নুসরত

ব্লক প্রধান নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া ঘিরে তুলকালাম যোগীরাজ্যে। জেলায় জেলায় তাণ্ডব বিজেপি কর্মী সমর্থকদের। বিরোধীদের মারধোর থেকে চললো গুলি। প্রকাশ্যে নারী নির্যাতনের ঘটনা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আহত একাধিক সাংবাদিক। অথচ পুলিশ প্রশাসন কার্যত নীরব দর্শক। এই ঘটনা নিয়ে দেশে তোলপাড়। এবার সেই ভিডিও শেয়ার করে বিজেপিকে বিঁধলেন সাংসদ নুসরত জাহান। একযোগে বিজেপি তথা যোগী সরকারকে আক্রমণে তৃণমূল।

রাস্তায় প্রকাশ্যে এক মহিলার শাড়ি ধরে কয়েকজন পুরুষ টানা হেঁচড়া করছেন, মহিলাকে কার্যত তাড়া করছেন। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের। যা উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

কানওয়ারদীপ সিংহ নামে এক ব্যক্তি ঘটনার ভিডিওটি ট্যুইট করেন। তিনি জানান, যোগী রাজ্যের লখিমপুর খেরি জেলায় ব্লক সভাপতি নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থীর প্রস্তাবক হিসেবে ওই মহিলার থাকার কথা ছিল। কিন্তু সরকারি অফিসের সামনে পৌঁছতেই বিজেপির লোকজন তাঁকে হেনস্থা করেন। টানাটানি করা হয় মহিলার শাড়ি নিয়ে। গোটা ঘটনা ধরা রয়েছে ভাইরাল ভিডিওতে।

এই ভিডিও ট্যুইট করে তৃণমূলের তারকা সাংসদ লেখেন, এই ভয়ানক দৃশ্যটি বিজেপি শাসিত উত্তরপ্রদেশের। একটি নির্দিষ্ট রাজ্যে মহিলাদের আতঙ্কের কোনও শেষ নেই।

নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি এবং রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালকে ট্যুইটে মেনশন করে নুসরতের কটাক্ষ, এই ঘটনায় আপনাদের প্রতিবাদী স্বর কেন শুনতে পাচ্ছি না?

রবিবার উত্তরপ্রদেশের ৮২৫ টি ব্লকে পঞ্চায়েত ভোট। সেই জন্য চলছিল মনোনয়ন জমা করার কাজ। অভিযোগ, একাধিক জেলায় বিরোধীদের মনোনয়ন পেশ করতে বাধা দেয় বিজেপি। সপা প্রধান অখিলেশ যাদবের অভিযোগ, বিজেপির শাখা সংগঠন হিসেবে কাজ করছে পুলিশ। তাই দিনে দুপুরে গুলি বন্দুক নিয়ে ডাকাতি চালিয়ে যাচ্ছে যোগী লোকজন। তাঁর আরও অভিযোগ, চারপাশে আতঙ্কের পরিবেশ তৈরি করে ভোট লুট করার পরিকল্পনা রয়েছে বিজেপির।

যোগীরাজ্যে এই ঘটনায় প্রশ্ন তুলতে ছাড়েনি তৃণমূল। দলের মহিলা নেত্রীরা লাগাতার ট্যুইট করে ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। যে বিজেপি নেতারা বাংলায় নারী নিরাপত্তা নেই বলে ভোটের আগে থেকে আসর গরম করছেন, উত্তরপ্রদেশ নিয়ে মুখে কুলুপ কেন? প্রশ্ন কাকলি ঘোষদস্তিদার, শশী পাঁজাদের। প্রসঙ্গত, বাংলায় ভোটের প্রচারে এসে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন তাঁর রাজ্যে নারীরা নিরাপদ। ভাইরাল ভিডিও সেই দাবিকেই বড় প্রশ্নের মুখে ফেলে দিল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Comments are closed.