আজ মঙ্গলবার ২৫ বৈশাখ। বাঙালির প্রাণের কবির জন্মদিন। বিশ্বকবির জন্মদিন উপলক্ষ্যে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সকাল সকালই কবিগুরুর জন্মভিটে জোড়াসাঁকোয় যান স্বরাষ্ট্রমন্ত্রী। বেশ কিছুক্ষণ ঠাকুর বাড়িতে ছিলেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।
এদিকে কবিগুরুর জন্মদিনের দিনই বীরভূমে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির সূচনা করবেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বীরভূম জুড়ে অভিষেক ব্যানার্জিকে স্বাগত জানাতে প্রস্তুত জেলা তৃণমূল নেতৃত্ব। ঘাসফুল শিবির সূত্রে খবর, ইতিমধ্যেই মুর্শিদাবাদ থেকে রওনা দিয়েছেন অভিষেক ব্যানার্জি। সকাল ১১ টা নাগাদ লোহাপুর দিয়ে বীরভূমে প্রবেশ করার কথা তাঁর। আগামী তিন দিন জুড়ে বীরভূমে ঠাঁসা কর্মসূচি রয়েছে। নলহাটি, চাতরা, হয়ে মরগ্রামে কর্মসূচি রয়েছে তৃণমূলের প্রধান সেনাপতির।
অন্যদিকে গেরুয়া শিবির সূত্রে খবর, এদিন ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে আকাশপথে পেট্রোপোল যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বিএসএফ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক রয়েছে তাঁর। এরপর সন্ধ্যে ফের কলকাতায় ফিরে সায়েন্স সিটিতে রবীন্দজয়ন্তীর একটি অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ। সেখানে থেকে বিশেষ বিমানে রাতেই দিল্লি ফিরে যাবেন। সব মিলিয়ে বিশ্বকবির জন্মদিনেও দুই শিবিরের দুই সেনাপতির কর্মসূচি ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।
Comments are closed.