এবার থেকে জমির মিউটেশন অনলাইনে, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের কৃষকদের সাহায্যার্থে তাদের চাষের জমির মিউটেশন ফি মুকুব করার সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাস্তু জমির মিউটেশনের আবেদন অনলাইনেই করা যাবে বলে জানালেন তিনি। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে আর মিউটেশনের জন্য বিএলআরও অফিসে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকার প্রয়োজন নেই। মিউটেশন এবার থেকে করা যাবে অলাইনেই।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জমি রেজিস্ট্রি করার সময় জমির মালিক যে সমস্ত তথ্য জমা দেন, তার ভিত্তিতেই সম্পন্ন হবে এই অনলাইন মিউটেশন প্রক্রিয়া। উল্লেখ্য, রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দফতরও এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে।
সরকারি সূত্রে খবর, রাজ্যে প্রতি বছর প্রায় ১২ লক্ষ জমির মিউটেশন হয়। কিন্তু মিউটেশন করাতে গিয়ে সরকারি দীর্ঘসূত্রিতা, দালাল চক্রের কারসাজির অভিযোগ বহুবার করেছেন জমির মালিক, ক্রেতা, বিক্রেতারা। সেই দিন থেকে মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণা যে এই অভিযোগ নিরসনে অনেকটাই কার্যকার হবে, তা মনে করা হচ্ছে। ই-গভর্নেন্সের পথে যে রাজ্য অনেক এগিয়েছে এটা তার প্রমাণ, দাবি রাজ্যের।

Comments are closed.