শুরু ‘পাড়ায় শিক্ষালয়’, প্রাথমিক থেকে সপ্তম শ্রেণীর ক্লাস শুরু পাড়ায় পাড়ায়  

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছিলেন সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য শুরু হবে ‘পাড়ায় পাড়ায় শিক্ষালয়’। ঘোষণা মোতাবেকই সোমবার থেকে রাজ্যে শুরু হয়ে গেল পাড়ায় পাড়ায় শিক্ষালয়। পাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়ারা হাজির পড়ার শিক্ষালয়ে। 

এদিন সকাল থেকেই বিভিন্ন পাড়ায় খোলা আকাশের নীচে ক্লাস শুরু হয়েছে। প্রায় দু’বছর পর স্কুলের মেজাজ ফিরে পেয়ে খুশি খুদে পড়ুয়ারাও। শিক্ষক, পার্শ্ব শিক্ষক, শিক্ষা সহায়কেরা এদিন ক্লাস নেন। বিভিন্ন শিবিরেই পড়ুয়াদের জমায়েত ছিল চোখে পড়ার মতো। 

সোমবার নিজের ওয়ার্ডে ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। রীতিমতো চক ডাস্টার হাতে তাঁকে কিছুক্ষণ ক্লাস নিতেও দেখা যায়। মেয়রকে কাছে পেয়ে পড়ুয়ারাও উৎসাহিত। 

উল্লেখ , করোনার জেরে প্রায় দু’বছর ধরে রাজ্যে স্কুল কলেজ বন্ধ ছিল। উচ্চ শ্রেণীর জন্য আগে স্কুল খুললেও সপ্তমী শ্রেণী পর্যন্ত পঠনপাঠন বন্ধই ছিল। এই পরিস্থিতি গত মাসে পাড়ায় শিক্ষালয়ের কর্মসূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

Comments are closed.