দক্ষিণেশ্বর, বরাহনগর লাইনে যাত্রীসংখ্যা বাড়ছে, আরও বেশি মেট্রো চাইছেন যাত্রীরা

দক্ষিণেশ্বর লাইনে মেট্রোর সংখ্যা বাড়ানোর জন্য দাবি করছেন যাত্রীরা। দমদমের পরেই বরাহনগর, নোয়াপাড়া ও দক্ষিণেশ্বর। এই তিন স্টেশনের যাত্রীরা চাইছেন আরও বেশি সংখ্যায় ট্রেন চলুক প্রতিদিন। এরফলে দুটি ট্রেনের মধ্যে ব্যবধান কম হবে। কলকাতা মেট্রোর হিসেব অনুযায়ী, নর্থ-সাউথ লাইনে প্রতিদিন আপ ও ডাউন মিলিয়ে সারাদিন ২৮৮ টি মেট্রো চলে। এরমধ্যে ১৭২ টি ট্রেন কবি সুভাষ ও দক্ষিণেশ্বর লাইনে যাতায়াত করে। দক্ষিণেশ্বর ও বরাহনগর স্টেশন দুটির নিত্যযাত্রীদের দাবি, ট্রেন বেশি চললে দুই ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান কমবে।

যদিও এই বিষয়ে সংস্থার মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, আপাতত ট্রেন চলার যে পরিকাঠামো, তা মেনেই ট্রেন চালানো হচ্ছে। যাত্রী সংখ্যা আরও বাড়লে ভবিষ্যতে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। হাওড়া ও হুগলির বহু যাত্রী এই রুটের মেট্রো দিয়ে কলকাতায় যাতায়াত করেন।

কলকাতা মেট্রোর হিসেব অনুযায়ী, ২০২২ সালের মার্চ ও এপ্রিল নাগাদ কাজের দিনগুলিতে বরাহনগর স্টেশন থেকে গড়ে মেট্রোর যাত্রীসংখ্যা ছিল ৯ হাজার। দক্ষিণেশ্বর স্টেশন থেকে গড়ে মেট্রোর যাত্রী সংখ্যা ছিল ১৪ হাজার। ২০২৩ সালে মার্চ ও এপ্রিল মাসে বরাহনগর স্টেশন থেকে মেট্রোর যাত্রী সংখ্যা ছিল গড়ে ১২ হাজার ও দক্ষিণেশ্বর থেকে যাত্রী সংখ্যা ছিল গড়ে ১৮ হাজার। এক বছরের ব্যবধানে যাত্রী সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে।

Comments are closed.