যাত্রী ভোগান্তি এখনই শেষ নয়, শিয়ালদহ ডিভিশনে ২০ মার্চ অবধি চলবে নন ইন্টালকিংয়ের কাজ

রবিবার ও সোমবারের পর মঙ্গলবারও শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল রয়েছে। শিয়ালদহ মেইন লাইনে নৈহাটি ও হালিশহরের মাঝে নন-ইন্টারলকিং কাজের জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল।  উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য সোমবার রাতের মধ্যে সেই কাজ শেষ করার কথা ছিল। কিন্তু রেল সূত্রে খবর, শিয়ালদা মেইন লাইনে নৈহাটি-হালিশহরের মধ্যে নন-ইন্টারলকিংয়ের কাজ শেষ হলেও কল্যাণী পর্যন্ত এই কাজ শেষ হতে আরও ৭ দিন সময় লাগবে বলে জানা গিয়েছে। নিত্যযাত্রীদের ২০ মার্চ অবধি ভোগান্তির শিকার হতে হবে বলে জানা গিয়েছে। নৈহাটি ও কল্যাণীর মধ্যে অটোমেটিক সিগন্যালিং ও থার্ড লাইন বসানোর কাজ চলছে।

রেল সূত্রে জানা গিয়েছে, এখন শিয়ালদহ থেকে কল্যানী পর্যন্ত প্রতিদিন ১৩ জোড়া ও কল্যানী থেকে রানাঘাট পর্যন্ত ৬ জোড়া লোকাল ট্রেন কাজ শেষ না হওয়া পর্যন্ত বাতিল থাকবে। প্রতিদিন ভোর ৫ টা থেকে রাত ১০ টা অবধি শিয়ালদহ ও কল্যানী সীমান্ত পর্যন্ত ১৪ জোড়া লোকাল ট্রেন চলবে। নন-ইন্টারলকিং কাজের জন্য রবিবার ২৬ জোড়া, সোমবার ২৫ জোড়া ও মঙ্গলবার ২৫ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। মঙ্গলবার শিয়ালদা-কল্যাণী শাখায় ১৩ জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে। এদিন থেকে শুরু হয়েছে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের হয়রানি রুখতে সকালের দিকে যতটা সম্ভব কম লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। তবে শিয়ালদহ ও হাওড়া থেকে বেশকিছু স্টেশনে ট্রেন পরীক্ষার দিনগুলিতে থামবে বলে জানানো হয়েছে।

Comments are closed.