রাজ্যপালের মাধ্যমে বলতে চাই, দেখবেন কেন্দ্রীয় এজেন্সি যেন শিল্পতিদের বিরক্ত না করে; ধনখড়ের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর 

বুধবার রাজ্যে শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আর এদিন বক্তব্যের শেষে রাজ্যপালকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, আপনার মাধ্যমে আমি অনুরোধ করতে চাই, দেখবেন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে যেন শিল্পতিদের বিরক্ত করা না হয়। সেই সঙ্গে বাণিজ্য সম্মেলনে রাজ্যপালের উপস্থিতির জন্য তাঁর কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় এজেন্সি সংক্রন্ত বক্তব্য রাখার সময় দেখা যায় রাজ্যপালও হাসছেন। 

বক্তব্য শেষ করার মুহূর্তে রাজ্যপালকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, আপনার উপস্থিতির জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই যেন সবসময় আপনার কাছ থেকে রাজ্যসরকার সহযোগিতা পায়। তারপরেই উপস্থিত শিল্পপতিদের দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ওঁরা হয়তো মুখ খুলবেন না। কিন্তু আমি আপনার মাধ্যমে বলতে চাই, একটু দেখবেন যেন কিছু কেন্দ্রীয় এজেন্সি দিয়ে শিল্পতিদের বিরক্ত করা না হয়। 

উল্লেখ্য, এদিন রাজ্যপালও তাঁর ভাষণে মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন। বলেন, বাংলা মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়নের দিকে এগিয়ে চলেছে।  সেই সঙ্গে তিনি আরও বলেন, বাংলা পূর্ব ভারতের ইকনমিক হাব। মানব সম্পদেও বাংলা এগিয়ে। বাংলা ঐতিহ্য ও সংস্কৃতির কেন্দ্র।      

Comments are closed.