ভোটের দিনেও রাজনৈতিক সৌজন্যতা, একসঙ্গে এক বুথে বসে আড্ডা সিপিএম, তৃণমূল ও বিজেপি প্রার্থীর

ভোটের দিনেও রাজনৈতিক সৌজন্যতা।একই বুথে একসঙ্গে বসে আড্ডা দিলেন তৃণমূল-বিজেপি ও সিপিএম প্রার্থী। এই দৃশ্য দেখা গেল উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পুর এলাকায় ১৪ নম্বর ওয়ার্ডে।

রবিবার রাজ্যের ১০৮ পুরসভায় ভোট চলছে। বেশকিছু জায়গা থেকে অশান্তির খবর পাওয়া গেছে। আর গোবরডাঙা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের খাটুরা হাইস্কুলের বুথে একইসঙ্গে বসে আড্ডা দিলেন শাসক ও প্রধান বিরোধী দল সহ তিন দলের প্রার্থীরা। তৃণমূল প্রার্থী তুষার ঘোষ, বিজেপি প্রার্থী পলাশ অধিকারী এবং সিপিআইএম প্রার্থী দীপক কুমার মন্ডল একসঙ্গে বসে আড্ডা দিলেন খেলেন চা।

তৃণমূল প্রার্থী তুষার ঘোষ জানিয়েছেন, ভোটে লড়াই চললেও এরপর আমরা তিনজনেই বন্ধু। একসঙ্গেই এলাকার কাজ করব। অন্যদিকে বিজেপি প্রার্থী পলাশ মন্ডলের কথায়, প্রতিদিন আমরা তিনজন একসঙ্গে মর্নিং ওয়াকে বেরিয়ে চা খাই। তাই আজও অন্যথা হল না। সিপিএম প্রার্থী দীপক কুমার মন্ডলের কথায়, গোবরডাঙ্গার সংস্কৃতি এটাই, মিলেমিশে কাজ করা, কিন্তু কে জিতবেন, সেটা ঠিক করবেন শুধু সাধারণ মানুষ।

Comments are closed.