ভিনটেজ গাড়িতে চেপে ‘যুদ্ধ নয়, শান্তি চাই’, বার্তা মদন মিত্রের

রুশ হামলার মাত্র তিনদিনেই তছনছ ইউক্রেন। ইতিমধ্যেই বাংলার বাসিন্দা কয়েকজিন পড়ুয়াকে সেই দেশ থেকে ফুরিয়ে আনার চেষ্টা করছে রাজ্য সরকার। অন্যদিকে ‘যুদ্ধ নয় শান্তি চায়।’ এই দাবি জানিয়ে রাস্তায় নামলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

শনিবার প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি ভিনটেজ গাড়িতে চড়ে প্রাক্তন পরিবহণ মন্ত্রী যুদ্ধ নয় শান্তির বার্তা দেন। তিনি জানান, ছোটবেলা থেকেই শুনে এসেছি, যখনই মানুষ চায়, বস্ত্র ও খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। এই যুদ্ধকে বাংলার মানুষ সমর্থন করে না।

শনিবার অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার ভিনটেজ র‍্যালির প্রস্তুতি পর্ব ছিল। রবিবার অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠান। শনিবার বালিগঞ্জে সেইসব গাড়ির স্ক্রুটিনি পর্ব ছিল। সেখানেই একটি ভিনটেজ গাড়িতে চেপে বসেন মদন মিত্র।

অন্যদিকে ইউক্রেনে যুদ্ধ নয় শান্তির বার্তা নিয়ে রাস্তায় নামে মহিলা তৃণমূল কংগ্রেস। ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দ্রুত ফিরিয়ে আনার দাবিতে মিছিল করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা ও কাকলি ঘোষ দোস্তিদাররা।

Comments are closed.