‘হাজার’ পার রান্নার গ্যাস, মাথায় হাত মধ্যবিত্তের 

কলকাতায় ১ হাজার টাকা পেরোলো রান্নার গ্যাসের দাম। রান্নাঘরে কার্যত আগুন লেগেছে। শনিবার ১ লাফে ৫০ টাকা দাম বাড়ে গ্যাসের। ফলে ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে এখন থেকে দিতে হবে ১ হাজার ২৬ টাকা। যদিও রেস্তোরাঁয় ব্যবহৃত ১৪ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯ টাকা ৫০ পয়সা কমেছে। 

পাঁচ রাজ্যে ভোট মেটার পরই ধারাবাহিক ভাবে দাম বেড়েছে পেট্রোল ডিজেলের। এই আবহে লাগাতার মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রকে একহাত নিয়েছে বিরোধীরা। যদিও সম্প্রতি পেট্রোল ডিজেলের দাম বাড়ার জন্য পাল্টা অ-বিজেপি শাসিত রাজ্যগুলিকে কাঠগড়ায় তুলেছিলেন নরেন্দ্র মোদী। যা নিয়ে এখনও রাজনৈতিক তরজা জারি রয়েছে। এই আবহে, নতুন করে ফের রান্নার গ্যাসের দাম বাড়ায় আমজনতার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। 

Comments are closed.