অনশন-আন্দোলনের মধ্যেই TET নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ 

আন্দোলনকারীদের দাবি মানল না পর্ষদ। নিয়োগের দাবিতে আন্দোলন-অনশনের মাঝেই প্রাথমিকে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ অর্থাৎ শুক্রবার বিকেলে চারটে থেকে শূন্যপদে আবেদনের জন্য পোর্টাল খুলে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৪ এবং ২০১৭ সালে যাঁরা টেট পাশ করেছেন এবং প্রশিক্ষিত শুধু তাঁরাই আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আবেদনকারীদের বয়েস ৪০ বা তার কম হতে হবে। অর্থাৎ ২০১৪-এর আন্দলনকারীদের কোনও দাবিকেই মান্যতা দিল না পর্ষদ। 

শুক্রবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১ হাজার ৭৬৫টি শূন্যপদে জন্য ইন্টারভিউ নেওয়া হবে। যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে পর্ষদের পোর্টালে গিয়ে অনলাইনে শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। 

নিয়োগের দাবিতে গত কয়েকদিন ধরে করুনাময়ীতে অনশন আন্দোলন করেছিলেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা। তাঁদের দাবি, এর আগে তাঁরা দু’বার ইন্টারভিউ দিয়েছেন। তৃতীয়বার ইন্টারভিউতে বসবেন না। ‘১৪’-এর উত্তীর্ণদের সবাইকে নিয়োগ দিতে হবে। উল্টো দিকে পর্ষদের দাবি, নতুন ভাবে তাঁরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুক। ইন্টারভিউ ছাড়া কাউকে নিয়োগ দেওয়া হবে না। এসবের মধ্যেই বৃহস্পতিবার রাতে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। যা নিয়ে এদিন প্রতিবাদ-প্রতিরোধে উত্তাল রাজ্য রাজনীতি। সিপিএম-বিজেপি-কংগ্রেস প্রতিটি বিরোধী দলই প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছে। 

Comments are closed.