প্রধানমন্ত্রীর বাড়ির নাম রাখা হবে ‘কিংকর্তব্যবিমূঢ় মঠ’, রাজপথের নাম বদলের প্রসঙ্গে কটাক্ষ মহুয়ার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের বাড়ির নাম রাখবেন ‘কিংকর্তব্যবিমূঢ় মঠ’। কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। একটি টুইট করে তিনি সুকুমার রায়ের হ জ ব র ল কবিতার অংশ তুলে ধরে বলেন, দিল্লির রাজপথের নাম কর্তব্য পথ। আর প্রধানমন্ত্রীর বাসভবনের নাম ‘কিংকর্তব্যবিমূঢ় মঠ’। দিল্লির রাজপথের নাম হয়েছে কর্তব্য পথ। বৃহস্পতিবার এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগেই এই টুইট করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।

উল্লেখ্য, নতুনভাবে সেজে উঠেছে দিল্লির রাজপথ। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত এই রাস্তার নাম হয়েছে কর্তব্য পথ। বৃহস্পতিবার এই রাস্তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এই রাস্তার পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রানাইটের মূর্তি উম্মোচন করবেন প্রধানমন্ত্রী। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে এই রাস্তার নয়া নামকরণ করা হয়েছে। ব্রিটিশ আমলে এই রাস্তার নাম ছিল কিংস ওয়ে। এরপর নাম হয় রাজপথ। রাজপথের নাম পাল্টে হল কর্তব্য পথ।

Comments are closed.