মহানগরের রাস্তায় এবার বেসরকারি এসি বাস, জানুন কোন কোন রুটে পাবেন পরিষেবা  

বহুদিন ধরেই সরকারি এসি বাস চলছে শহরে। তবে অফিস যাত্রীদের একাংশের অভিযোগ, কিছু কিছু সময়ে এসি বাস পাওয়া যায় না। নিত্যযাত্রীদের দুর্ভোগ কমাতে এবার কলকাতায় চালু হচ্ছে বেসরকারি এসি বাস পরিষেবা। জানা গিয়েছে, আগামী সপ্তাহের প্রথম দিন থেকেই বেসরকারি এসি বাস পরিষেবা চালু হয়ে যাবে। সোমবার নতুন পরিষেবার উদ্বোধন করবেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। 

জানা গিয়েছে, ইন্দোরে তৈরি পাঁচটি এসি বাস রবিবারের মধ্যেই কলকাতায় এসে পৌঁছবে। শুরুতে পাঁচটি বাসই চলবে। তারপর চাহিদা বুঝে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে খবর। পুজোর আগে আরও ১৫ টি বাস বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে। 

পরিবহন দফতর মারফত জানা গিয়েছে, আপাতত এই পাঁচটি বাস সাপুরজি থেকে সেক্টর ফাইভ হয়ে উল্টোডাঙ্গা বিধাননগর রুটে চলবে। এরপর ধীরে ধীরে রুটের সংখ্যা বাড়ানো হবে। ভাড়া নিয়েও জানানো হয়েছে, সরকারি এসি বাসের মতোই একই ভাড়া থাকবে। অর্থাৎ দূরত্ব অনুযায়ী ২০,২৫,৩০,৩৫ এবং ৪৫ টাকা ভাড়া ধার্য করা হয়েছে। এতদিন দূরপাল্লার যাত্রায় বেসরকারি এসি বাস পরিষেবা চালু হলেও শহরের মধ্যে এই প্রথম। যার জেরে নিত্যযাত্রীদের আরও কিছুটা ভোগান্তি কমবে বলে আশাবাদী রাজ্য পরিবহন দফতর। 

Comments are closed.