জোটের পর এই প্রথম শহরের রাজপথে সংযুক্ত মোর্চা। দেশজুড়ে জ্বালানীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম-কংগ্রেস-আইএসএফ এর যৌথ উদ্যোগে সংযুক্ত মোর্চার মহামিছিল। মিছিল শুরু হয় এন্টালি থেকে, শেষ হবে মহাজাতি সদনে।
বেড়েই চলেছে পেট্রোপণ্যের দাম। পেট্রোল ডিজেলের দামবৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে। দেশজুড়ে চলছে অর্থনৈতিক মন্দা। বেকারদের কাজ নেই। মিছিল থেকে মূলত এইসবের বিরুদ্ধেই প্রতিবাদ জানানো হয়। এছাড়াও মিছিল থেকে রান্নার গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদ করা হয়। ফেব্রুয়ারি মাসে মোট চার বার গ্যাসের দাম বেড়েছে। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়ে সিলিন্ডার প্রতি ২৫ টাকা। বর্তমানে রান্নার গ্যাসের দাম ৮৪৫.৫০ টাকা। মিছিলে রান্নার গ্যাসের প্রতিকৃতি দেখা যায়।
[আরও পড়ুন- বিজেপিতে যোগ দিতে চেয়ে মুকুলকে ফোন সোনালী গুহর]
মিছিলে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এছাড়াও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ছিলেন মিছিলে। তবে আইএসএফ-এর কোনও সদস্য ছিলেন না মিছিলে। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা আব্দুল মান্নান জানান, কোনো এক উৎসবের কারণে মিছিলে অংশগ্রহণ করতে পারেনি আইএসএফ।
Comments are closed.