মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ নিয়ে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। ইন্টারনেট পরিষেবা বন্ধ নিয়ে রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ হাইকোর্টের। বৃহস্পতিবার দুপুর দুটোর মধ্যে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে রাজ্যের বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। মামলাকারী আইনজীবীর বক্তব্য, মানুষের জীবনে প্রতি সেকেন্ডে দরকার ইন্টারনেট পরিষেবা। তা বন্ধ হয়ে যাওয়ায় অসুবিধা হচ্ছে মানুষের। জরুরি অবস্থা জারির মতন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। রাজ্য বিজ্ঞপ্তিতে লাগাম টানুক।

পাল্টা রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখার্জি বলেন, নির্দিষ্ট গোয়েন্দা রিপোর্টে দেখা গিয়েছে, পরীক্ষার সময় ইন্টারনেট থাকলে বেআইনি কাজ হতে পারে। অনলাইনে কীভাবে পরীক্ষা সংক্রান্ত বেআইনী কাজ হয়, তা একবার আদলতকে দেখার অনুরোধ করেন তিনি। বলেন, শুধু সকাল ১১টা থেকে দুপুর ৩.১৫ পর্যন্ত বন্ধ রাখা থাকছে ইন্টারনেট পরিষেবা। তাও রাজ্যের সবস্থানে নয়, দার্জিলিং, বাগডোগরা, বীরভূম ৫ ব্লক, কোচবিহারে ৬ ব্লক, উত্তর দিনাজপুর ও মালদহের কিছু জায়গাতেই বন্ধ থাকছে ইন্টারনেট। কোনও ছাত্র বলেনি ইন্টারনেট বন্ধের কারণে অসুবিধা হচ্ছে। কোনও ব্যবসায়ী বলেননি ব্যবসার ক্ষতি হচ্ছে। সব শুনে হাইকোর্ট হলফনামা জমা দিতে বলেছে রাজ্যকে।

Comments are closed.