লোকসভায় হার, কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ অপসারিত

কোচবিহারে খারাপ ফলের জেরে জেলার তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে অপসারিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঘোষ দলীয় দায়িত্বের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীও। যদিও তাঁকে মন্ত্রিত্ব থেকে সরানো হয়নি।
সাম্প্রতিক লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে বিজেপির কাছে হেরে গিয়েছে তৃণমূল। শুধু কোচবিহারই নয়, উত্তরবঙ্গে একটিও আসন পায়নি রাজ্যের শাসক দল। এর আগে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় বিজেপির তুলনায় প্রায় ৮৭ হাজার ভোটে পিছিয়ে থাকায় এখানকার বিধায়ক এবং পর্যটনমন্ত্রী গৌতম দেবের হাত থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি থেকে সরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কোচবিহারের জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল রবীন্দ্রনাথ ঘোষকে। তাঁর জায়গায় বিনয়কৃষ্ণ বর্মনকে কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি করা হয়েছে।
লোকসভা ভোটের পর থেকে সংগঠনে একাধিক রদবদল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, মন্ত্রিসভাতেও ছোটখাটো বদল করা হয়। বদল হয় প্রশাসনেও। সূত্রের খবর, দলে এবং মন্ত্রিসভায় আরও কিছু রদবদলের ভাবনা রয়েছে শীর্ষ নেতৃত্বের।

Comments are closed.