দুর্নীতি ইস্যুতে ট্যুইটারে ভিডিও পোস্ট করে মোদীকে আক্রমন রাহুলের

আসন্ন কর্ণাটক নির্বাচনে রীতিমতো বাগযুদ্ধ চলছে বিজেপি-কংগ্রেসের মধ্যে। শনিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ট্যুইটারে ‘কর্ণাটক মোস্ট ওয়ান্টেড” শীর্ষক একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে রাহুল সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে মোদীকে বলেছেন, বিজেপি যাঁকে কর্ণাটকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে সামনে রেখে প্রচার চালাচ্ছে সেই ইয়েদুরাপ্পাসহ অধিকাংশ প্রার্থীই আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত। বৃহস্পতিবারেই বেল্লারিতে খনি মামলায় অভিযুক্ত রেড্ডি ভাইদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঞ্চ ভাগ করাকে কেন্দ্রকে শুরু হয় তুমুল বিতর্ক। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও এই ইস্যুতে কটাক্ষ করে ট্যুইট করেন।
কর্ণাটকে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধীকে আক্রমণ করে মোদী বলেছিলেন, রাজ্যের উন্নয়ন নিয়ে এত প্রচার করছে কংগ্রেস। কর্ণাটকে বিগত পাঁচ বছরে কী উন্নয়নমূলক কাজ হয়েছে কাগজ না দেখে তা টানা পাঁচ মিনিট বলুন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
এর পালটা ট্যুইটারে পোস্ট করা ভিডিওতে আক্রমণ শানিয়ে রাহুল বলেছেন ‘মোদীজি অনেক কথা বলেন, কিন্তু সমস্যা হচ্ছে কাজের সঙ্গে তা মেলে না।

Leave A Reply

Your email address will not be published.