ভারতীয় রেল কখনই বেসরকারি হবে না, জোর দিয়ে বললেন পীযূষ গোয়েল

বেসরকারি বিনিয়োগ করা হলেও বেসরকারিকরণ হবে না রেল।

২০২০-২১ এর বাজেটে বলা হয়েছিল রেলকেও বেসরকারি সংস্থার হাতে বেচে দেওয়া হবে। এ নিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মহলেও বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। কিন্তু কতটা এবং কীভাবে রেলকে বেসরকারিকরণ করা হচ্ছে তা নিয়ে বেশ ধোঁয়াশার মধ্যে ছিল সবাই। মঙ্গলবার, সমস্ত অস্পষ্টতা কাটিয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়েল সংসদে জানান যে ভারতীয় রেল কখনই বেসরকারি হবে না।

এদিন রেলমন্ত্রী আরও জানান, বেসরকারি বিনিয়োগ করা হলেও বেসরকারিকরণ হবে না। দক্ষ কার্যকারিতার সঙ্গে রেল যাতে কাজ করতে পারে, তাই বেসরকারি বিনিয়োগ করা হবে।

কিন্তু কেন রেলে বেসরকারি বিনিয়োগ প্রয়োজন? তা জানাতে গিয়ে পীযূষ বলেন, গত দু’বছরে রেল দুর্ঘটনায় মৃত্যু হয়নি কোন যাত্রীর। কারণ যাত্রী সুরক্ষায় পর্যাপ্ত নজরদারি দিয়েছে রেল কর্তৃপক্ষ। এছাড়াও দেশের উন্নতি সাধনের সরকারি ও বেসরকারি ক্ষেত্রগুলি একসঙ্গে কাজ করলেই কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে দাবি পীযূষ গোয়েলের। তবে তিনি এও বলেছেন, রেল ভারতীয়দের সম্পত্তি। তাকে বেসরকারি সংস্থার হাতে বেঁচে দেওয়া হবে না। রেল চিরকাল সরকারের হাতেই থাকবে।

Comments are closed.