গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে; দশমীর দিন কয়েকটা জেলায় বৃষ্টির পূর্বাভাস 

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি নবমীর রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। দশমীর দিন তা দিঘা উপকূল থেকে ২৭০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্ব অবস্থান করছে। আবহাওয়া দফতরের মতে, এই ঘূর্ণিঝড় ‘হামুনের’ প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূলের উপর দিয়ে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দশমীর দিন অর্থাৎ মঙ্গলবার থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি এলাকায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই সময়টা সাগর উত্তাল থাকায় মৎসজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

এদিন সকালের দিকে রোদ দেখা গেলেও সারাদিন আকাশ মেঘলাই থাকবে। সেই সঙ্গে বিকেলের দিকে দু’এক পশলা বৃষ্টি হতে পারে। এছাড়াও কলকাতা সংলগ্ন কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Comments are closed.