কিছুক্ষণের মধ্যেই শুরু প্রতিমা নিরঞ্জন; শহরের ঘাটগুলোকে প্রস্তুত রাখছে প্রশাসন 

আকাশে বাতাসে মনখারাপের সুর। পুজোর শেষ দিন। এবার বিসর্জনের পালা। বড় বড় পুজোগুলোতে আরও কয়েক দিন ঠাকুর থাকলেও শহরের বেশিরভাগ ছোট পুজো, বনেদি বাড়ির প্রতিমার আজই বিসর্জন। সেই কারণেই সোমবার রাত থেকেই ঘাটগুলোতে বিসর্জনের প্রস্তুতি নিয়েছে কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ।

খদিরপুরের দহিঘাট, বাবুঘাট, আহিরীটোলা ঘাট, কুমোরটুলি, বাজাকদমতলা ঘাট সহ কয়েকটি ঘাটে মূলত বেশি ঠাকুর বিসর্জন হয়। কলকাতা পুরসভা সূত্রে খবর, এই ঘটগুলোতে ক্রেন, লাইফবোট-সহ পর্যাপ্ত আলো ও বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা রাখা হচ্ছে। এছাড়াও প্রতিটি ঘাটেই মোতায়েন থাকছে পুলিশ। বিসর্জনের সময় কোনও রকমের দূর্ঘটনা এড়াতে এবারে গঙ্গায় ৫০ টিরও বেশি লাইফ বোর্ড প্রস্তুত রাখা হচ্ছে। 

জানা গিয়েছে, সেপ্টেম্বরে কলকাতা পুরসভা, বন্দর এবং কলকাতা পুলিশ বিসর্জন নিয়ে একটি প্রস্তুতি বৈঠক করে। সেই বৈঠকে হয়, উত্তর থেকে দক্ষিণ শহরের যতগুলো ঘাটে বিসর্জন হবে, সেই ঘাটগুলোকে প্রস্তুত রাখবে পুরসভা। জলপথে বন্দর কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশ যৌথভাবে নজরদারি চালাবে। 

Comments are closed.