দহনে সাময়িক ইতি, সোমবার থেকে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

প্রবল গরমে হাসফাঁস রাজ্যবাসী। এই প্রেক্ষিতে এবার সামান্য হলেও স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। সোমবার থেকে আগামী ৩ দিন বিক্ষিপ্তভাবে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানাল হাওয়া অফিস। পাশাপাশি রাজ্যজুড়ে তৈরি হতে পারে ঝড়বৃষ্টির পরিস্থিতি। এর ফলে সর্বোচ্চ তাপমাত্রা কমতে পারে গোটা রাজ্যজুড়েই। গত কয়েকদিন ধরেই প্রবল গরমে নাজেহাল রাজ্যবাসী। দোসর হিসেবে মানুষের সমস্যা আরও বাড়িয়েছে বাতাসে আদ্রতা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে চলেছে তাপপ্রবাহ। এই পরিস্থিতিতে হাওয়া অফিসের দিকে নজর ছিল রাজ্যবাসীর।

রবিবার আবহাওয়া দফতর জানায়, উত্তরবঙ্গের বেশকিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এর জেরে রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রাও বেশকিছুটা নামতে বলে মনে করছেন আবহবিদরা।

Comments are closed.