ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে কলকাতাসহ রাজ্যজুড়ে ভারি বৃষ্টি।

ঝাড়খণ্ড ও বঙ্গোপসাগরের উপর সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে বুধবার বিকেলের পর থেকেই কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারি বৃষ্টি শুরু হয়েছিল। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ঘূর্ণাবর্তটি বৃহস্পতিবার কিছুটা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম ঝাড়খণ্ড ও সংলগ্ন অঞ্চলে অবস্থান করলেও এখনি নাগাড়ে বৃষ্টির হাত থেকে রেহাই পাবেন না রাজ্যবাসী। আগামী আরও দু’দিন উত্তর ও দক্ষিণবঙ্গসহ প্রায় গোটা রাজ্যেই বিক্ষিপ্তভাবে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে, কলকাতায় বুধবার থেকে শুরু হওয়া নাগাড়ে বৃষ্টিতে কোনও বিরাম বৃহস্পতিবারও পড়েনি। এদিন সকাল থেকেই শহরের আকাশ ছিল মেঘলা। তার সঙ্গে সারাদিন ধরে কখনও ঝিরিঝিরি কখনও বা ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে কলকাতা ও সংলগ্ন অংশে। যার ফলে ঠনঠনিয়া, বেহালা, আমহার্স্ট স্ট্রিট, বাইপাস, সল্টলেকসহ শহরের বহু অংশে এদিন জল জমে যায়। টানা বৃষ্টি ও জমা জলের কারণে শ্লথ হয়েছে যানবাহনের গতিও। আরও দু’দিন বৃষ্টির পূর্বাভাস থাকায় এখনই যে বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না তা বলাই যায়।

Leave A Reply

Your email address will not be published.