বাংলায় নামল স্বস্তির বৃষ্টি, ঝমঝিমিয়ে বৃষ্টিতে ভিজল এই জেলা

অবশেষে স্বস্তির বৃষ্টি নামল বাংলায়। বাঁকুড়ায় সামরিক বৃষ্টিতে রেহাই পেল সাধারণ মানুষ। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হয়। রাস্তায় নেমে পড়েন সাধারণ মানুষ। কিন্তু মাত্র ৮ মিনিট বৃষ্টি হয়।

হাওয়া অফিস জানিয়েছিল এদিন রাজ্যের সাত জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে। শুক্রবার থেকে রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা আছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, আগামী সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই হতে পারে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে মঙ্গলবার কালবৈশাখীও হতে পারে। এরমধ্যে বাঁকুড়ায় ৮ মিনিটের বৃষ্টিতে স্বস্তি পেল মানুষ।

 

 

Comments are closed.