ফের দেশের সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

ফের দেশের মধ্যে সেরা স্থান পেল কলকাতা। দেশের সেরা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়। যা নিয়ে খুশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুটি টুইট করেন তিনি। লেখেন, এটা জেনে খুব ভালো লাগছে যে, গোটা দেশের সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়। সব কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং সব ইনস্টিটিউটগুলির মধ্যে বাংলা সেরা। টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং 2022-তে সেরা বিশ্ববিদ্যালয় কলকাতা।

এছাড়াও অর্থনীতি বিষয়ক একটি বিশেষ ক্যাটাগরিতে সারা বিশ্বে ১৪ তম স্থানে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়। টুইটে একথাও জানান মুখ্যমন্ত্রী। অপর একটি টুইটে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় অথারিটি, অধ্যাপক, গবেষক ও পড়ুয়াদের অভিনন্দন জানিয়েছেন।

এই প্রথমবার নয়, গত বছরেও একাধিক স্বীকৃতি পায় কলকাতা বিশ্ববিদ্যালয়। গত বছর সেপ্টেম্বরে ন্যাশনাল ইনস্টিটিউশনাল ব়্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের তালিকায় বাংলার মোট ২৬টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সেরার শিরোপা পায়। অ্যাকাডেমিক র‌্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিসের (এআরডব্লিউইউ) ভিত্তিতে দেশের মধ্যে দ্বিতীয় স্থান পায় কলকাতা বিশ্ববিদ্যালয়।

Comments are closed.