ইডেনে ম্যাচের মধ্যেই শহরে ঝড় বৃষ্টির সম্ভবনা, রাজ্যের বাকি জেলা নিয়ে কী জানালো হাওয়া অফিস? 

দীর্ঘ দু’বছর পর ইডেনে হচ্ছে আইপিএল। যা নিয়ে ক্রিকেট প্রেমীদের উৎসাহ তুঙ্গে। কিন্তু ঝড় বৃষ্টির সম্ভবনা কি সেই উৎসাহে জল ঢালবে? এমন  প্রশ্নই এখন থেকে ভাবাচ্ছে ক্রিকেট প্রেমী শহরবাসীকে। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ শহরে বৃষ্টির সম্ভবনা রয়েছে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিকে মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ৭ টা থেকে ইডেনে খেলা শুরু। এদিন রাজস্থান বনাম গুজরাতের খেলা রয়েছে। ম্যাচের সময় বৃষ্টি নামলে অত্যন্ত পাঁচ ওভার পর্যন্ত খেলা হবে বলে জানা গিয়েছে। ম্যাচ যদি একান্তেই বাতিল হয়ে যায়, তাহলে ফাইনালে যাবে গুজরাত। পয়েন্টের নিরিখে তারাই এগিয়ে। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত বুধবারও ইডেনে আইপিলের প্লে অফ ম্যাচ রয়েছে। সেদিনও আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না বলে খবর। 

দক্ষিণবঙ্গের পাশাপাশি এই দু’দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিকেল থেকে বজ্রবিদুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। দুই দিনাজপুর এবং মালদায় ঝোড়ো হাওয়া বইতে পরে বলেও আবহাওয়া দফতর জানিয়েছে। সব মিলিয়ে বৃষ্টির পূর্বাভাসে কিছুটা স্বস্তি মিললেও অশঙ্কায় ক্রিকেট অনুরাগীরা। 

Comments are closed.