নিজাম প্যালেসে আসছেন না, ১৫ দিন বিশ্রাম নিতে বলেছে চিকিৎসক; CBI-কে চিঠি অনুব্রতর আইনজীবীর 

৪৫ দিন পর বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। আর তার চার দিনের মাথায় মঙ্গলবার ফের তাঁকে ‘ভোট পরবর্তী হিংসার’ মামলায় তলব করেছিল সিবিআই। যদিও মঙ্গলবার তিনি নিজাম প্যালেসে আসছেন না। এদিন আইনজীবী মারফত সিবিআইকে জানিয়েছেন, অসুস্থ থাকার কারণে ১৫ দিন তাঁকে বিশ্রাম নিতে বলেছে চিকিৎসকরা। সে কারণে এদিন তিনি সিবিআই দফতরে হাজির হচ্ছেন না। সেই সঙ্গে আগামী শুক্রবার গরু পাচার মামলাতেও তাঁর সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার কথা ছিল। সেদিনও আসতে পারবেন না বলে জানিয়েছেন অনুব্রত। 

গত বৃহস্পতিবারই নিজে থেকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজির হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। সেখানে দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা। সিবিআই দফতর থেকে বেরিয়ে এসএসকেএম-এ যান অনুব্রত মণ্ডল। সেখানে ডাক্তাররা তাঁর শারীরিক অবস্থার পরীক্ষা করে। এরপরই বীরভূমে নিজের বাড়িতে ফিরে যান তিনি। এদিন অনুব্রত মণ্ডলের আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেল তদন্তে সবরকমের সাহায্য করছে। এদিন ডাক্তারদের বারণ থাকায় তিনি হাজিরা দিতে পারছেন না।  

Comments are closed.