এই প্রথম ভার্চুয়ালি শপথ নেবেন অমিত মিত্র, ব্রাত্য বসু, মন্ত্রী হচ্ছেন রামনগরের অখিল গিরি

সোমবার সকাল ১০ টা ৪৫ নাগাদ রাজভবনে শপথ নেবে তৃতীয় তৃণমূল সরকার। সোমবার ৪৩ জন মন্ত্রী শপথ নেবেন। চমক দিয়ে মন্ত্রী হচ্ছেন পূর্ব মেদিনীপুরের রামনগরের বিধায়ক অখিল গিরি, প্রাক্তন জাতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি।

সূত্রের খবর, মন্ত্রী হচ্ছেন পার্থ চ্যাটার্জি, সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু, মলয় ঘটক, সৌমেন মহাপাত্র, শোভনদেব চ্যাটার্জি, সাধন পাণ্ডে, মানস ভুঁইয়া, শশী পাঁজা, বিপ্লব মিত্র, স্বপন দেবনাথরা। ভার্চুয়ালি শপথ নেবেন ব্রাত্য বসু এবং অমিত মিত্র। ব্রাত্য করোনা সংক্রমিত এবং অমিত মিত্র অসুস্থ। 

রাজনৈতিক মহলের কাছে অখিল গিরির মন্ত্রী হওয়া তাৎপর্যপূর্ণ ঘটনা। তাঁরা বলছেন, পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর হাতে ঘুরত দলের চাবিকাঠি। অখিল গিরি ছিলেন পিছনের আসনে। পরিবর্তিত পরিস্থিতিতে লড়াই সেই শুভেন্দুকে রাজনৈতিক ভাবে কোণঠাসা করার। এজন্য মমতা ব্যানার্জি বেছে নিলেন দলের পুরনো কর্মী তথা বর্তমানে রামনগরের বিধায়ক অখিল গিরিকে। 

Comments are closed.