কেঁদে ফেললেন রাজীব, মমতা ব্যানার্জির কাছে চির কৃতজ্ঞ থাকব, মনের ক্ষোভ থেকেই ইস্তফা
তিনি কি বিজেপিতে যাচ্ছেন?
রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে সদ্য পদত্যাগী রাজীব ব্যানার্জি জানালেন, মমতা ব্যানার্জির কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। বলেন, মানুষ বিচার করবেন কাজ করতে পেরেছি কিনা।
আড়াই বছর আগে টিভি দেখে আমাকে জানতে হয়েছে যে সেচ দফতর আমার হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় দুঃখ পেয়েছিলাম, আহত হয়েছিলাম। কিন্তু কোনোদিন ভাবিনি এই কঠিন সিদ্ধান্ত আমাকে নিতে হবে। আমার কি ন্যুনতম সৌজন্য প্রাপ্য ছিল না? রাজভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ডোমজুড়ের তৃণমূল বিধায়ক। রাজীব বলেন, আড়াই বছর আগেই পদত্যাগ করব বলে ভেবেছিলাম কিন্তু মুখ্যমন্ত্রী তখন ছাড়তে দেননি। পড়ে আমাকে অন্য দফতরের ভার দেওয়া হয়। রাজীব ব্যানার্জি বলেন, মানসিক ভাবে আহত না হলে হয়ত এই সিদ্ধান্ত নিতে হতো না।
তিনি কি বিজেপিতে যাচ্ছেন? রাজীব ব্যানার্জি জানান, তিনি বাংলার মানুষের জন্য সারা জীবন কাজ করব। কী প্ল্যাটফর্ম পাব জানি না।