দলনেত্রীর আদর্শকে পাথেয় করে মানুষের জন্য কাজ করেছি। কিন্তু কিছু মানুষ ভুল বুঝিয়ে, ভুলপথে চালিত করার চেষ্টা করেছে। কিছু নেতা আমার কাজের অপব্যাখ্যা করছে। সেটাই দুঃখের। দল যখন যা দায়িত্ব দিয়েছে পালন করেছি। কতটা পেরেছি না জানলেও চেষ্টার ত্রুটি ছিল না। ফেসবুক লাইভে বলেন মন্ত্রী রাজীব ব্যানার্জি।
শেষে তিনি বলেন, ধীরস্থির থাকা উচিত, ধৈর্য্য ধরা উচিত, ধৈর্য্যচ্যুতি ঘটেনি। আমি সেই পরীক্ষা দিচ্ছি। আর বেশি কিছু বলব না।
রাজীবের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।