হেফাজতে নিতে চেয়ে সিবিআইয়ের আবেদন, ৭ দিনের মধ্যে রাজীব কুমারের জবাব তলব সুপ্রিম কোর্টের

রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার সিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে এবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে এক সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গত সপ্তাহেই রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানায় সিবিআই। সেই প্রেক্ষিতেই সোমবার মামলার শুনানিতে রাজীব কুমারকে ৭ দিনের মধ্যে নিজের বক্তব্য জানাতে নির্দেশ সুপ্রিম কোর্টের।

বিধাননগর কমিশনারেটের সিপি থাকার সময় সারদা নিয়ে তদন্ত করতে গঠিত সিটের প্রধানও ছিলেন রাজীব কুমার। সেই সময় তিনি তথ্য প্রমাণ নষ্ট করেছেন বলে অভিযোগ সিবিআইয়ের। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে গত ৩ রা ফেব্রুয়ারি তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের লাউডন স্ট্রিটের বাসভবনে হানা দেয় সিবিআই। তা নিয়ে উত্তাল হয় রাজ্য তথা জাতীয় রাজনীতি। মোদী সরকার বিরোধী রাজ্যগুলিকে কোণঠাসা করতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে, এই অভিযোগ তুলে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পরই ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশে শিলংয়ে ৫ দিন ধরে ৪০ ঘণ্টা জেরা করা হয় রাজীব কুমারকে। কিন্তু সেই জেরাতেও রাজীব কুমার সহযোগিতা করেননি বলে শীর্ষ আদালতে অভিযোগ করে সিবিআই। তাই রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবারের শুনানিতে এই প্রেক্ষিতেই রাজীব কুমারের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। ৭ দিনের মধ্যে তাঁকে এ বিষয়ে বক্তব্য জানাতে হবে।

Comments are closed.