সপ্তাহের প্রথম কাজের দিনে একাধিক মিছিলে ফের অবরুদ্ধ শহর

গত সপ্তাহে একেবারে সোমবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত প্রতিদিনই  নাগরিকত্ব আইন ও এনআরসি-র প্রতিবাদে মিছিল, মিটিং-এ কার্যত অবরুদ্ধ ছিল শহর কলকাতা। এই সপ্তাহেও সোমবার, প্রথম কাজের দিনে ফের কলকাতা, হাওড়া ও বিধাননগর অচল হয়ে রইল প্রায় দিনভর।
এদিন দুপুরে বাম ছাত্র, যুব সংগঠনগুলি মিছিল করে নাগরিকত্ব আইন ও এনআরসি বাতিলের দাবিতে। শিয়ালদহ, হাওড়া এবং মৌলানা আজাদ কলেজ থেকে তিনটি বিশাল মিছিল বেরয়। সেগুলি আসে রানি রাসমণি রোডে। সেখানে হয় জনসভা। তৃণমূলের ঘোষিত কর্মসূচি ছিল  এনআরসি ও নয়া নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে ব্লকে ব্লকে মিছিল, সভা ইত্যাদি করার। বিধাননগরে এবং হাওড়ায় তারা বিশাল মিছিল করে। বিধাননগরের মিছিলে হাঁটেন মন্ত্রী তাপস রায়, সুজিত বসু, মেয়র কৃষ্ণা চক্রবর্তী প্রমুখ। হাওড়ায় মিছিল হয় মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে। আবার বিজেপি কেন্দ্রীয়ভাবে মিছিল করে নাগরিকত্ব আইন এবং এনআরসি-র সমর্থনে। এটাও বিজেপির পূর্বঘোষিত কর্মসূচি ছিল। এর পোশাকি নাম দেওয়া হয়েছিল অভিনন্দন যাত্রা। এই যাত্রায় যোগ দেওয়ার জন্য দিল্লি থেকে ছুটে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি যে পি নাড্ডা। মিছিলের পুরোভাগে ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় এবং আরও অনেক রাজ্য নেতা। তাদের মিছিল শুরু হয় কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে, শেষ হয় শ্যামবাজারে। সেখানে হয় সভা। বিভিন্ন দল ও সংগঠনের মিছিলের জেরে সোমবার, প্রথম কাজের দিনে সাধারণ মানুষের ব্যাপক ভোগান্তি হয়।

Comments are closed.