বাংলা ছবির গর্বের মুহূর্ত, কান ফিল্ম ফেস্টিভ্যালের ‘ক্লাসিক’ বিভাগে মনোনীত সত্যজিতের ‘প্রতিদ্ধন্দী’ 

সোমবারই তাঁর জন্মদিন গিয়েছে। রাজ্য তথা সারা দুনিয়ার জুড়ে সিনেমার ‘মহারাজার’ জন্মদিন পালিত হয়েছে।আর তার ২৪ ঘন্টার মধ্যেই সত্যজিৎ অনুরাগীদের জন্য খুশির খবর। ঐতিহ্যশালী কান চলচ্চিত্র উৎসবের ক্লাসিক বিভাগে মনোনীত হয়েছে সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী ছবিটি। আগামী ১৮ মে কান-এ দেখানো হবে ছবিটি। 

সত্যজিৎ রায় শহর কলকাতা নিয়ে যে তিনখানি ছবি করেছিলেন এটি তার মধ্যে প্রথম। স্বাধীনতার পরে যে উত্তাল পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা, বেকারত্ব, সমাজের আমূল পরিবর্তন চেয়ে একদল তরুণ-তরুনীর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে। ছবির নায়ক সিদ্ধার্থ চৌরধুরীকে সেই অস্থির সময়ের প্রতিনিধি হিসেবেই যেন তুলে ধরতে চয়েছিলেন সত্যজিৎ রায়। ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি সেই অর্থে  ব্যবসায়িক সাফল্য না পেলেও, নতুন করে সম্মানে খুশি ছবির নির্মাতারও।  

এতদিন পুণে ফিল্ম আর্কাইভে ছবিটি সংরক্ষণ করে রাখা ছিল। রেস্ট্ররেশনের পর এই প্রথম ছবিটি কান-এর মতো একটি ঐতিহ্যশালী চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে। স্বাভাবিকভাবেই বাংলা ছবির জন্যও এটি একটি গর্বের মুহূর্ত।       

Comments are closed.