ফাস্ট-ট্যাগ নয়, এবার টোল নিতে আরও আধুনিক পদ্ধতি চালুর পথে কেন্দ্র? 

টোল ট্যাক্স দিতে গিলে গাড়িগুলোকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হত। সমস্যা থেকে মুক্তি পেতে দীর্ঘ দিন ধরেই ফাস্ট ট্যাগ চালু করেছে পরিবহন মন্ত্রক। এবার টোল সংগ্রহকে আরও আধুনিক করার ভাবনা চিন্তা করছে নয়া দিল্লি। 

জানা গিয়েছে, ফাস্ট ট্যাগের জায়গায় এবার স্যাটেলাইট ব্যবস্থা চালু করার পথে পরিবহন মন্ত্রক। কী এই স্যাটেলাইট ব্যবস্থা? জানা গিয়েছে, জাতীয় সড়কে গাড়ির গতিবিধির ওপর নজর রাখবে স্যাটেলাইট। কোনও গাড়ি হাইরোডে কত কিমি যাচ্ছে, তার ওপর সেই গাড়ির টোল ট্যাক্স নির্ধারণ করা যাবে স্যাটেলাইটের মাধ্যমে। এটি সম্পূর্ণ একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা। তবে গাড়িতে স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম থাকলে তবেই এই নতুন পদ্ধতি কাজ করবে। এই ব্যবস্থা চালু হলে হাইওয়েতে যত গাড়ি চলবে, টোল ট্যাক্সও তত সংগ্রহ হবে। 

এর আগে ইউরোপের বেশ কয়েকটি দেশে এই ব্যবস্থা চালু হয়েছে। এই পদ্ধতিতে টোল সংগ্রে সব থেকে বেশি হয় জার্মানিতে। দেশের ৯৮% গাড়ি থেকেই এই পদ্ধতিতে টোল সংগ্রহ করা হয়। ভারতেও এই আধুনিক প্রযুক্তি চালুর আগে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানতে একটি পাইলট প্রজেক্ট শুরু হয়েছে। আপাতত ১ লক্ষ ৯৮ হাজার গাড়ির ওপর এই পরীক্ষা চলছে। শীঘ্রই পরীক্ষার রিপোর্ট তৈরি হলে, পাকাপাকি ভাবে কেন্দ্রের তরফে তা ঘোষণা করা হবে। 

Comments are closed.