পেট্রল থেকে সরষে, ডিজেল থেকে সূর্যমুখী, তেলের দাম কমবে কবে, প্রশ্ন মানুষের

এখন প্রশ্ন হল, কলকাতায় কবে ১০০ ছোঁবে পেট্রলের দর?

দেশে যেমন পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তেমনই তাল মিলিয়ে দাম চড়ছে জ্বালানিরও। পেট্রল-ডিজেলের দাম ফের রেকর্ড গড়ল।

বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম ২৩ পয়সা বৃদ্ধি পায়। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে লিটারে ৩০ পয়সা। ফলে কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯৩ টাকা ৭২ পয়সা। এবং ডিজেলের দাম হয়েছে ৮৭ টাকা ৪৬ পয়সা। এখন প্রশ্ন হল, কলকাতায় কবে ১০০ ছোঁবে পেট্রলের দর? কারণ দেশের একাধিক জায়গায় ইতিমধ্যেই সেঞ্চুরি করে ফেলেছে পেট্রল।

গত মঙ্গলবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছিল ২২ পয়সা। একইভাবে ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৫ পয়সা। তার দুদিন আগেও দাম বাড়ে পেট্রোল-ডিজেলের। এভাবে দু’দিন অন্তর জ্বালানির দাম বেড়েই চলেছে। কোথায় গিয়ে থামবে জানেন না মানুষ।

শুধু পেট্রোল-ডিজেলই নয়, রান্নার তেল অর্থাৎ সরষে বা সূর্যমুখী তেলের দামও ক্রমেই আকাশ ছুঁতে চলেছে। ইতিমধ্যেই পেট্রোলের দাম কয়েকটি শহরে ১০০ পেরিয়ে গিয়েছে।

Comments are closed.