যশের ল্যান্ডফল শেষ, শুরু উদ্ধার কাজ, সেনাকে নিয়ে অসাধ্য সাধনে প্রশাসন

বাংলার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার কাজ করছে ভারতীয় সেনা

ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হতেই ঝাঁপিয়ে পড়লেন তাঁরা। হাতে সময় কম। মানুষকে বাঁচাতে হবে প্রথম ঘণ্টাতেই। বাংলার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার কাজ করছে ভারতীয় সেনা।

কোথাও রাস্তার উপর দুই মানুষ জল। আবার কোথাও জলের তোড়ে ভেসে গিয়েছে রাস্তা থেকে ভিটে। আধভাঙ্গা বাড়ির ভেতর আটকে পড়েছেন বৃদ্ধ-বৃদ্ধারা। বৃষ্টির শব্দ ছাপিয়ে কানে আসছে শিশুদের আর্ত চিৎকার। এই পরিস্থিতিতে সেনা বাহিনীর বিশেষ বিপর্যয় মোকাবিলা এবং সাইক্লোন মোকাবিলা কোম্পানি, এনডিআরএফ, রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল, পুলিশ, বিদ্যুৎ কর্মীদের নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারকে সাহায্য করছে বায়ুসেনা, নৌ সেনাও।

যশের তাণ্ডবে রাজ্যে মৃত্যু হয়েছে কমপক্ষে ২ জনের। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল শেষ। কলকাতায় সেভাবে এর প্রভাব না পড়লেও পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। নোনা জল ঢুকে নষ্ট বিঘার পর বিঘা চাষের খেত। ভেঙে পড়েছে বহু বাঁধ।

পূর্ব মেদিনীপুরের দিঘা, তাজপুর একাধিক এলাকা থেকে প্রচুর মানুষকে উদ্ধার করেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। সেনা বাহিনী পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমনি, রামনগর, তাজপুর, শঙ্করপুর এবং দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথর প্রতিমা, গঙ্গাসাগর, কাকদ্বীপ সহ বিস্তীর্ণ এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে।

Comments are closed.