২০০০ টাকার নোট এখন বৈধ না অবৈধ? যা জানাল রিজার্ভ ব্যাঙ্ক 

২০০০ হাজার টাকার নোট এখনও বৈধ। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্কের অফিসে গিয়ে ২০০০ টাকার নোট যেভাবে জমা দেওয়ার কথা জানানো হয়েছিল সেই প্রক্রিয়া এখনও জারি আছে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে বাজার থেকে এখনও কত নোট জমা পড়েছে সেই পরিসংখ্যানও রিজার্ভ ব্যাঙ্কের তরফে দেওয়া হয়েছে। 

এবছরই ১৯ মে রিজ়ার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল, চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২০০০ টাকার নোট ব্যাঙ্কে গিয়ে জমা করা যাবে। পরে আবার সেই সময়সীমা বাড়িয়ে ৭ অক্টোবর করা হয়। রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, উল্লেখিত সময়ের মধ্যে বাজারে থাকা ২০০০ টাকার নোটের ৯৭.২৬ শতাংশ রিজ়ার্ভ ব্যাঙ্কে জমা পড়েছে। সেই সঙ্গে ব্যাঙ্কের তরফে এও জানানো হয়েছে, দুহাজার টাকার নোট জমা দেওয়ার শেষ সময়সীমা বাড়ানো হয়েছে। অর্থাৎ এখনও ব্যাঙ্কে নোট জমা নেওয়ার প্রক্রিয়া চলছে। 

Comments are closed.