মিড ডে মিলে পচা সবজি গলা ভাতের ঘ্যাট, শান্তিপুরে বিক্ষোভ অভিভাকদের

ফের মিড ডে মিল নিয়ে অভিযোগ। স্কুলে মিড ডে মিলের নামে ছোট পড়ুয়াদের দেওয়া হচ্ছে আধ সেদ্ধ পচা সবজির তরকারি। এই নিয়ে বুধবার বিক্ষোভ দেখান অভিভাবকরা।

শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের রাসমণি প্রাথমিক বিদ্যালয়ের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্কুল খোলার পর থেকে দেওয়া হচ্ছে পচা সবজির তরকারি। তাও আবার এই সবজি ভালো করে সেদ্ধ করা থাকছে না। তা খেয়ে বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে কয়েকজন ক্ষুদে। বুধবার এই অভিযোগে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখান অভিভাবকরা।

এলাকাবাসীর অভিযোগ, পচা সবজির আধ সেদ্ধ সবজি দিয়ে নুন, তেল, মশলা বিহীন গলা ভাত দেওয়া হয়। এই নিয়ে একাধিক বার অভিযোগ জানানো হলেও কোনও লাভ হয়নি। বুধবার ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক সহ এলাকার স্থানীয় মানুষ। তাঁদের অভিযোগ, শিশুদের জন্য যে খাবারের বরাদ্দ তা উপরমহল থেকে আসে। কিন্তু তা সত্ত্বেও রান্নায় পচা সবজি দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে।

Comments are closed.