জিন্দালদের ‘অব্যবহৃত’ জমিতে শিল্প গড়বে রাজ্য; শালবনির সভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর 

শালবনিতে অভিষেক ব্যানার্জির নবজোয়ার কর্মসূচিতে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন সেই মঞ্চ থেকে শিল্প নিয়ে বড়সড় ঘোষণা করলেন তিনি। জানিয়েছেন, শালবনিতে জিন্দালরা কারখানা তৈরির পরও জমির একটি বড় অংশ অব্যহৃত অবস্থায় পড়ে রয়েছে। জমির ওই অব্যবহৃত অংশ রাজ্যকে ফিরিয়ে দিচ্ছে জিন্দালরা। তাতেই রাজ্য সরকার নিজের উদ্যোগে বড় শিল্প গড়ে তুলবে। 

প্রায় দেড় দশক আগে সিপিএমের জামানায় পশ্চিম মেদিনীপুরের শালবনিতে শিল্পের জন্য জমি পেয়েছিল জিন্দাল গোষ্ঠী। সেই জমিরই অব্যবহৃত অংশ এবার রাজ্যকে তারা ফিরিয়ে দিচ্ছে। সিপিএমকে আক্রমণ শানিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, জ্যোতিবাবুরা তো জমি দিয়ে পালিয়েছিলেন।  কিছু হয়েছিল? আমি এসে কারখানার উদ্বোধন করেছি। জিন্দাল গোষ্ঠী শিল্পের জন্য জমি ব্যবহার করেছে। বাদবাকি জমি ওরা ফেরত দিচ্ছে। সেখানে বড় ইন্ডাস্ট্রি তৈরি হবে। 

উল্লেখ্য, ১৩৫ একর জমিতে সিমেন্ট কারখানা তৈরি করেছে জিন্দালরা। ২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিই সেই কারখানার উদ্বোধন করেছেন। তৎকালীন বাম সরকার ৪৩৩৪ একর জমি দিয়েছিল জিন্দালদের। নবান্ন সূত্রে খবর, সব মিলিয়ে ১৫০০ একর জমি হাতে রেখে বাকি জমি জিন্দালরা ফিরিয়ে দিচ্ছে রাজ্যকে। 

Comments are closed.