সুপ্রিম কোর্টে নারদ মামলা থেকে সরলেন বিচারপতি অনিরুদ্ধ বসু  

সুপ্রিম কোর্টে নারদ মামলার অব্যাহতি চাইলেন বিচারপতি অনিরুদ্ধ বসু। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও আইনমন্ত্ৰী মলয় ঘটকের দায়ের করা মামলা থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু।

নারদ মামলায় কলকাতা হাই কোর্টের বৃহত্তর বেঞ্চ হলফনামা গ্রহণে অস্বীকার করায় সুপ্রিম কোর্টে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির কথা ছিল। বেঞ্চে ছিলেন বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বসু। মামলা শুরু হওয়ার আগেই অব্যাহতি চাইলেন অনিরুদ্ধ বসু।

বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের প্ৰধান বিচারপতি অন্য ডিভিশন বেঞ্চ তৈরি করবেন। সেই বেঞ্চে হবে মামলার শুনানি।

নারদকাণ্ডে ১৭ মে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন শোভন চ্যাটার্জি, ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি ও মদন মিত্র। ওইদিন সিবিআই দফতরে হাজির হন মমতা ব্যানার্জি। অন্যদিকে মামলার শুনানির দিন হাজির ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক। মামলায় প্রভাব পড়তে পারে, এই দাবি নিয়ে মামলা অন্যত্র সরাতে চায় সিবিআই। গত ২১ মে থেকে মামলা অন্যত্র সরানো নিয়ে হাই কোর্টের বৃহত্তর বেঞ্চে চলে শুনানি। ৯ জুন সিবিআইয়ের আর্জির শুনানির সময় মুখ্যমন্ত্রীর হয়ে হলফনামা জমার দেওয়ার আবেদন জানান তাঁর আইনজীবী রাকেশ দ্বিবেদী।
কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এরপর সুপ্রিম কোর্টে যায় মমতা ব্যানার্জি।

Comments are closed.