২৫ শে বৈশাখ থেকে চালু হতে পারে শিয়ালদহ মেট্রো, স্টেশন থেকেই কাটা যাবে লোকালের টিকিট

খুব শীঘ্র চালু হতে চলেছে শিয়ালদহ মেট্রো। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। রেলমন্ত্রক অনুমোদন দিলেই চালু হয়ে যাবে শিয়ালদহ মেট্রো। সূত্রের খবর ২৫শে বৈশাখ থেকেই চালু হয়ে যেতে পারে শিয়ালদহ মেট্রো চলাচল। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা ঘুরে দেখেছেন কাজ। তিনি সবুজ সংকেত দিয়েছেন। কাজ ভালোভাবেই এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি।

অরুণ অরোরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর দফতর থেকে এই প্রকল্প নিয়ে খোঁজ খবর চালানো হচ্ছে। রেল মন্ত্রকও যোগাযোগ রাখছে। খুব শীঘ্র চালু হবে এই পরিষেবা চালু হয়ে যাবে। একদিকে ফুলবাগান উলটোদিকে এসপ্ল্যানেড। দুই স্টেশনেরই দূরত্ব দুকিলোমিটারের বেশি। তাই শিয়ালদহ থেকে একটা স্টেশন যেতে গেলেও খরচ হবে ১০ টাকা। সেক্টর ফাইভ পর্যন্ত যেতে খরচ হবে ২০ টাকা।

শিয়ালদহ মেট্রো স্টেশনে থাকছে তিনটি প্ল্যাটফর্ম। দুপাশে থাকছে স্ক্রিনডোর। ভিড়ের কথা মাথায় রেখে ট্রেনের দু’দিক দিয়ে ওঠানামা করার জন্য ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম থাকছে। যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে বিশেষ প্ল্যাটফর্ম করা হয়েছে। লোকাল ট্রেন থেকে নেমে যাত্রীদের মেট্রো স্টেশনে যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মেট্রো স্টেশনেই থাকছে লোকাল ট্রেনের টিকিট কাটার ব্যবস্থা। থাকছে ৯টি সিঁড়ি, ১৮টি এসকেলেটর, ২৭টি টিকিট কাউন্টার। বিশেষ ভাবে সক্ষমদের জন্য থাকছে লিফটের ব্যবস্থা।

Comments are closed.