চলতি মাসেই চালু শিয়ালদহ মেট্রো, ৩১ মে বেহালার একটি অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি উদ্বোধন রেলমন্ত্রীর

৩১ মে উদ্বোদন হতে পারে শিয়ালদহ মেট্রো স্টেশনের। ওইদিন কলকাতায় থাকবেন রেলমন্ত্রী কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বেহালার একটি অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি উদ্বোধন করতে পারেন শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো রেলের।

এর আগে কথা ছিল ২৫ বৈশাখ উদ্বোধন হতে পারে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ মেট্রো চলাচল। কিন্তু অবশেষে আর তা হয়নি। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানিয়েছিলেন, পয়লা বৈশাখের দিনে ভূগর্ভস্থ শিয়ালদহ স্টেশনের উদ্বোধন হতে চলেছে। এখন জানা যাচ্ছে ৩১ মে উদ্বোধন হতে চলেছে এই মেট্রো স্টেশনের।

শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যেতে খরচ হবে ২০ টাকা। মেট্রো স্টেশনে থাকছে তিনটি প্ল্যাটফর্ম। দুপাশে থাকছে স্ক্রিনডোর। যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে বিশেষ প্ল্যাটফর্ম করা হয়েছে। লোকাল ট্রেন থেকে নেমে যাত্রীদের মেট্রো স্টেশনে যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মেট্রো স্টেশনেই থাকছে লোকাল ট্রেনের টিকিট কাটার ব্যবস্থা। থাকছে ৯টি সিঁড়ি, ১৮টি এসকেলেটর, ২৭টি টিকিট কাউন্টার। বিশেষ ভাবে সক্ষমদের জন্য থাকছে লিফটের ব্যবস্থা।

Comments are closed.