বাগডোগরা বিমানবন্দরে পরিষেবা ব্যাহত, কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়কের

টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে বাগডোগরা বিমানবন্দরে বিমান চলাচল ব্যবস্থা। বাতিল হয়ে যাচ্ছে বহু বিমান। ফলে সমস্যায় পড়ছেন সাধারন মানুষ। এবার সাধারণ মানুষের কথা চিন্তা করে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও রাজ্যের বিরোধী দলনেতাকে চিঠি দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ।

চিঠিতে তিনি জানিয়েছেন, বাগডোগরা বিমান বন্দরের ওপর নির্ভরশীল উত্তরবঙ্গের জেলাগুলির মানুষ। তাই এই বিমান বন্দর থেকে বিমান চলাচল ব্যাহত হলে সমস্যায় পড়তে হয় উত্তরের মানুষদের। তিনি জানিয়েছেন বেশ কিছু সমস্যাড় কথা। বলেছেন, বিমান বন্দরে রানওয়ের আইএলএস সিস্টেম ঠিকমতন দেখাশোনা হয়না। রানওয়ের কিছু আলো দীর্ঘদিন ধরে বন্ধ। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক।

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে উত্তরের কিছু জেলায়। বন্যার পরিস্থতি তৈরি হয়েছে শিলিগুড়ির একাংশে। এই পরিস্থিতিতে ২৬ থেকে ২৯ জুন পর্যন্ত ৮০ টি বিমান বাতিল করা হয়েছে। দেরিতে চলছে আরও কয়েকটি বিমান। এর আগেও এপ্রিল মাসে বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে সমস্যা তৈরি হয়েছিল। ফলে বহুদিন বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। তারপর রানওয়ে মেরামত করা হয়। কিন্তু বর্ষা আসতেই দৃশ্যমানতা কম থাকার জেরে মাঝেমধ্যেই বিমান বাতিল করে দেওয়া হচ্ছে। ফলে এর জেরে প্রচুর মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে।
এই বছর অন্যান্য বছরের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। শনিবারও কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত হতে পারে। মালদা ও দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলা জানিয়েছে হাওয়া অফিস।

Comments are closed.